স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023।প্রয়োজনীয় নথিপত্র।আবেদনের শেষ তারিখ।Swami Vivekananda Scholarship 2023-24 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পড়ুন:
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 |
ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর যারা চলতি বছরে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার প্রক্রিয়া।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর উদ্দেশ্য:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দুঃস্থ ও অর্থনেতিক দিক থেকে দূর্বল ছাত্র ছাত্রীদের জন্য প্রদত্ত বৃত্তি। এই সকল পুড়ুয়াদের যাতে উচ্চশিক্ষায় কোনো অসুবিধা না হয় সেইজন্য রাজ্য সরকার মেধার ভিত্তিতে বাৎসরিক এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের দিয়ে থাকে।
স্কলারশিপ এর জন্য কেমন যোগ্যতা থাকা প্রয়োজন (Applying eligibility for scholarship) :-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 এ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি ছাত্র-ছাত্রীদের অবশই থাকতে হবে:
- ছাত্র-ছাত্রীদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় (2) দুই লক্ষ (50) পঞ্চাশ টাকার মধ্যে হতে হবে।
- আবেদনকারী যদি পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য কোনো স্কলারশিপে আবেদন করে থাকে, তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা :-
- একাদশ ও দ্বাদশ স্তর : একাদশ ও দ্বাদশ স্তরে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীর অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় নূন্যতম 60% নাম্বার থাকতে হবে।
- স্নাতকস্তর: স্নাতকস্তরে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীর অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম 60% নম্বর পেতে হবে।
- স্নাতকোত্তরস্তর: স্নাতকস্তরে আবেদনের জন্য আবেদনকারীর স্নাতকস্তরে 53%নম্বর থাকতে হবে।
- ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ও অন্যান্য কোর্স : ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (পলিটেনিক বা অন্যান্য ) কোর্স এ আবেদনের ক্ষেত্রে মাধ্যমিকে ছাত্র-ছাত্রীর 60% নম্বর থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Important Documents):-
- মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
- শেষ পরীক্ষার মার্কশীট
- শেষ পরীক্ষার এডমিট কার্ড
- ভর্তির রশিদ
- পাসপোর্ট মাপের রঙিন ছবি
- ইনকাম সার্টিফিকেট
- ব্যাংক এর পাসবই (প্রথম পৃষ্ঠা)
- আবেদন কারীর ভোটের কার্ড/আধার কার্ড / রেশন কার্ড/প্যান কার্ড।
শ্ৰেণী ও কোর্স অনুযায়ী টাকার পরিমান:-
- একাদশ ও দ্বাদশ স্তর :-এই শ্ৰেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসিক ১০০০ টাকা দেওয়া হবে।
- স্নাতকস্তর:-এই শ্ৰেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসিক ১৫০০ টাকা দেওয়া হবে।
- স্নাতকোত্তরস্তর:-এই শ্ৰেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসিক ২০০০ টাকা দেওয়া হবে।
- ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ও অন্যান্য কোর্স :-এই কোর্সের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মাসিক ১৫০০-৫০০০ টাকা দেওয়া হবে।
*আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করুন
***আরও পড়ুনঃ- দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স