Current Affairs In Bengali 11th june 2023 || ১১ই জুন ২০২৩ বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

 প্রিয় পাঠক আমরা Chakrir Notice এই ওয়েবসাইটের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির প্রযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন খবর  সহ কারেন্ট অ্যাফেয়ার্স  এর প্রশ্নত্তর সংক্রান্ত বিষয় গুলি নিয়মিত প্রকাশ করে থাকি। এই বিভাগে আপনি দৈনন্দিন বিশ্বে যে সব ঘটনা গুলি নিয়মিত ঘটছে তারই  সংক্ষিপ্ত প্রশ্নাবলী এই বিভাগে দেওয়া হচ্ছে।যে গুলি আপনি পড়লে বিভিন্ন চাকরি পরীক্ষা অর্থাৎ RAIL ,SSC,WBP,PSC,Food-SI  সব পরীক্ষায় প্রস্তুতি ক্ষেত্রে অনেকখানি উপকৃত হবে হবেন এবং সেই সঙ্গে আপনার জ্ঞানের পরিধি আরও বাড়বে।

Competitive exams Current Affairs 2023
Competitive exams Current Affairs 2023


Q.1. রাস্তাতে যানজট কমাতে Autonumous Flying Taki পরীক্ষামূলকভাবে  সম্প্রতি গবেষণা করেছে কোন দেশ?
A. চীন
B. ইজরায়েল
C. আমেরিকা
D. ভারত

Ans:-[B] ইজরায়েল

Q.2. ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে উপেন্দ্র সিং রাওয়াত কোন দেশে নিযুক্ত হলেন?
A. ব্রাজিল
B. ডেনমার্ক
C. উগান্ডা
D. ইতালি

Ans:-[C] উগান্ডা

Q.3.NATO-র সর্ববৃহৎ বায়ু সেনা "Air Defender" নামে কোন দেশ অনুশীলন পরিচালনা করবে?
A. চীন
B. ভারত
C. জার্মানি
D. আমেরিকা

Ans:-[C] জার্মানি

Q.4.NCC প্রশিক্ষণপ্রাপ্ত ও দেশের প্রথম মহিলা হিসাবে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের পর্বতারোহনের কোর্স সম্প্রতি কে সম্পন্ন করলেন?
A. পিংকি গোয়েল
B. অরুনিমা ভট্টাচার্য
C.শালিনী সিং
D. দীপিকা শর্মা

Ans:-[C] শালিনী সিং

Q.5. সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশের তকমা পেল কে?
A.নিউজিল্যান্ড
B. অস্ট্রেলিয়া
C. জাপান
D. ভারত

Ans:-[D] ভারত

Q.6.Mercer's Cost of Living Survey 2023 অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
A. কলকাতা
B. চেন্নাই
C. মুম্বাই
D. দিল্লি

Ans:-[C] মুম্বাই

Q.7. সম্প্রতি কোন দেশ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছেন?
A. পাকিস্তান
B. মায়ানমার
C. বাংলাদেশ
D. ভুটান

Ans:-[C] বাংলাদেশ

Q.8. বর্জ্য পদার্থ সংগ্রহের বিষয়ে সচেতনা বাড়াতে ভারতের কোন রাজ্য সরকার প্রচার শুরু করলো?
A. পশ্চিমবঙ্গ
B. ছত্রিশগড়
C.বিহার
D.হরিয়ানা

Ans:-[D] হরিয়ানা

Q.9. ভারতের কোন রাজ্য দূষণের মাত্রা কমাতে "Air Purifier" বিশিষ্ট বাস চালু করতে চলেছে?
A. কেরালা
B. দিল্লি
C. আসাম
D. পশ্চিমবঙ্গ

Ans:-[D] পশ্চিমবঙ্গ

Q.10. বিএসএনএল কোম্পানির জন্য পুনরুজ্জীবন প্যাকেজ হিসাবে কেন্দ্রীয় সরকার কত হাজার কোটি টাকা সম্প্রতি অনুমোদন করেছে?
A.১২৩ কোটি টাকা
B.৮১ কোটি টাকা
C.৬৬ কোটি টাকা
D.৮৯ কোটি টাকা

Ans:-[D] ৮৯ কোটি টাকা


➤➤➤চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে  যুক্ত হন।

Join TELEGRAM CHANNEL:- CLICK HERE


Daily Current Affairs ।। দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স