Bengali Current Affairs 9th June 2023।। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জুন ২০২৩

 প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির ক্ষেত্রে নিজের ঞ্জানকে আরও বেশি সমৃদ্ধ করতে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর পড়া বাধ্যতামূলক। তাই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন পরীক্ষা যথা RAIL,BANK, SSC,PSC,এই ওয়েবসাইটে দৈনিক Current Affairs এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রকাশ করা হয়, সুতরাং নিজেকে আপডেট রাখতে এবং সবার থেকে এগিয়ে থাকতে নিয়মিত এই ওয়েবসাইটে ভিজিট করুন।

Bengali current Affairs 2023
Daily Current Affairs 2023

Current Affairs MCQ

Q.1. "শিখুন এবং উপার্জন করুন" (Learn and Earn)স্কিম সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন?

A.ওড়িশা
B.কেরালা
C.মধ্যপ্রদেশ
D.তামিলনাড়ু

Ans:-[C]মধ্যপ্রদেশ

Q.2.ভারত ও কোন দেশের মধ্যে অনুশীলন "একথা" র ষষ্ঠ সংস্করণ হয়েছে?
A.পাকিস্তান
B.ভুটান
C.মালদ্বীপ
D.ইন্দোনেশিয়া

Ans:-[C] মালদ্বীপ

Q.3.নিচের বিকল্পগুলির মধ্যে সম্প্রতি কোন ব্যাঙ্ক Cardless Cash Withdrawal পরিষেবা গ্ৰাহকদের জন্য চালু করেছে?
A.HDFC Bank
B.Bank Of Baroda
C.ICICI Bank
D.Punjab National Bank

Ans:-[B] Bank Of Baroda

Q.4.Augustine George Masih সাম্প্রতিককালে প্রধান বিচারপতি হিসাবে কোন হাইকোর্টের জন্য শপথ নিয়েছেন?
A.দিল্লী
B.উওরপ্রদেশ
C.রাজস্থান
D.মধ্যপ্রদেশ

Ans:-[C] রাজস্থান

Q.5.IPL 2023 কোন দল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে?
A.Punjab Kings(PBKS)
B.Mumbai Indians(MI)
C.Delhi Capitals(DC)
D.Chennai Super Kings(CSK)

Ans:-[D] Chennai Super Kings(CSK)

Q.6.ভারতে কে সর্বপ্রথম আন্তজাতিক Cruise Vessel এর সূচনা করেন?
A.নরেন্দ্র মোদী
B.বীরেন্দ্র কুমার
C.সর্বানন্দ সোনোয়াল
D.মহেন্দ্রনাথ পান্ডে

Ans:-[C] সর্বানন্দ সোনোয়াল

Q.7.সম্প্রতি Spanish Grand Pix 2023 কে জিতেছেন?
A ম্যাক্স ভাস্টাপেন
B.লুইস হ্যামিলটন
C.চার্লস ল্যক্লের
D.সাজিও পেরেজ

Ans:-[A] ম্যাক্স ভাস্টাপেন

Q.8. কে পঞ্চমতম রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক উন্মোচন করেছেন?
A.নরেন্দ্র মোদী
B.অমিত শাহ
C.পীয়ূষ গোয়েল
D.মনসুখ মান্ডানিয়া

Ans:-[D] মনসুখ মান্ডানিয়া

Q.9.২০২৩ সাল কলকাতা আন্তর্জাতিক বইমেলার কততম সংস্করণ?
A.৪১ তম
B.৪২ তম
C.৪৩ তম
D.৪৬ তম

Ans:-[D] ৪৬ তম

Q.10.সম্প্রতি মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন?
A.রমেশ বৈশ্য
B.একনাথ শিন্ডে
C.ভগত সিং কোশ্যারি
D.রাধা কৃষ্ণন মাথুর

Ans:-[A] রমেশ বৈশ্য





➤➤➤চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে  যুক্ত হন।

TELEGRAM CHANNEL:- CLICK HERE


Daily Current Affairs ।। দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স