10th June current Affairs 2023 |
Bengali Current affairs MCQ
1. কে সম্প্রতি ইউনেস্কো থেকে বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যানেজমেন্ট এর জন্য মর্যাদাপূর্ণ মিশেল বাতিস পুরস্কার ২০২৩ জিতেছেন?
A. জগদীশ এস বকান
B. এন নাগেশ্বর রাও
C. বাল্মিক থাপার
D. অনন্ত শংকর
Ans:-[A] জগদীশ এস বকান
Q.2. কোন রাজ্যের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন মুথামিজ সেলভি?
A. অন্ধ্রপ্রদেশ
B. কেরালা
C. পাঞ্জাব
D. তামিলনাড়ু
Ans:-[D] তামিলনাড়ু
Q.3. কোন তারিখে প্রতিবছর বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়?
A. ৮ ই জুন
B. ৫ ই জানুয়ারি
C. ২৬ শে সেপ্টেম্বর
D. ১৫ ই জুলাই
Ans:-[A] ৮ ই জুন
Q.4. সম্প্রতি কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?
A. রাজেশ বিন্ডাল
B. প্রকাশ শ্রীবাস্তব
C. সন্দীপ মেহতা
D.টিএস শিবঞ্জানম
Ans:-[D] টিএস শিবঞ্জানম
Q.5.বিশ্ব স্বাস্থ্য সংস্থার Exturnal Auditor হিসাবে সম্প্রতি কে পুনঃ নির্বাচত হয়েছেন?
A.গিরিশ চন্দ্র মুর্ম
B.কে.কে ভেনুগোপাল
C.আর ভেঙ্কটরামানি
D.পরমেশ্বরন আইয়ার
Ans:-[B] গিরিশ চন্দ্র মুর্ম
Q.6. সম্প্রতি প্রয়াত গীতাঞ্জলি আয়ার ছিলেন একজন বিখ্যাত?
A. সঞ্চালক
B. সাহিত্যিক
C. চিত্র গ্রাহক
D. অভিনেত্রী
Ans:-[A] সঞ্চালক
Q.7.সম্প্রতি কোথায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গ্যালারি শুভ উদ্বোধন করা হয়েছে?
A. যশোর
B. কলকাতা
C. ঢাকা
D. নিউ দিল্লি
Ans:-[C] ঢাকা
Q.8. সম্প্রতি কোনটি নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইম সফলভাবে পরীক্ষা করেছে?
A. DRDO
B. ONGC
C. ISRO
D. IAF
Ans:-[A] DRDO
Q.9. মহারাষ্ট্র সরকারের কে সম্প্রতি Smile Ambassador হিসাবে নিযুক্ত হলেন?
A. সচিন তেন্ডুলকার
B.সুবমান গিল
C. অনিল কুম্বলে
D.সৌরভ গাঙ্গুলি
Ans:-[A] সচিন তেন্ডুলকার
Q.10. ক্রুড ইস্পাত উৎপাদনকারী হিসাবে ভারতের স্থান বিশ্বে কত?
A.প্রথম
B.দ্বিতীয়
C.তৃতীয়
D.পঞ্চম
Ans:-[B] দ্বিতীয়
আগের পর্ব পড়ুন:-বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জুন ২০২৩
পরের পর্ব পড়ুন:-১১ই জুন ২০২৩ বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স
➤➤➤চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
TELEGRAM CHANNEL:- CLICK HERE
Daily Current Affairs ।। দৈনিক বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স