আপনি কি অষ্টম শ্রেণী পাশ যোগ্যতাই সরকারি চাকরি খুঁজছেন ? তাহলে আপনার জন্য একটি দারুন সুখবর হতে পারে । কারণ বন সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ বনদপ্তর কর্তৃক। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬শে মে এর মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।কবে ? কোথায় ? কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি খুব মনোযোগ দিয়ে পড়ুন ।
WB 2000 Bana Sahayak Recruitment 2023 |
➤ বিজ্ঞপ্তি নম্বর:- 828-For/FR/O/N/18R-02/2018
➤পদেরনাম:- বন সহায়ক➤ মোট শূন্যপদ:- ২০০০
➤ আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:-
বন সহায়ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশই নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
১ জানুয়ারি, ২০২৩ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়া সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর ছাড় পাবেন।
➤ আবাসিক স্থান:-
আবেদনকারীরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
➤ মাসিক বেতন:-
নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার পর প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
➤ কিভাবে আবেদন করবেন:-
এই প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা বনদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে ।
এরপর ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করে নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট মাপের সাম্প্রতিককালের রঙিন ফটো আটকাতে হবে নিজস্ব স্বাক্ষর করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র হিসাবে বায়োডাটা ,আধারকার্ড/ ভোটেরকার্ড /প্যানকার্ড ও শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট জেরক্স কপি করে সেগুলির প্রত্যেকটিতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ।
তারপর পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি একত্রে নিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে আবেদনকারীর নিজস্ব জেলায় অবস্থিত বনদপ্তরের কার্যালয়ে জমা দিতে হবে।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
- সাম্প্রতিককালের পাসপোর্ট মাপের রঙিন ফটো
- তপশিলিজাতি /তপশিলি-উপজাতির শংসাপত্র (যদি থাকে)